জীবনের গান গাইতে শিখিনি
একা একা আছি বেঁচে
নদীর বুকেতে ঢেউ পারাপার
সময় কাটাই নেচে।
যতটা পেয়েছি তবুও চাইছি
কামনা বাসনা রোগে
জীবনের গান নিজেই গাইছি
আয়েশ ও সুখ ভোগে।
হাতুড়ি শাবল গাঁইতি চালিয়ে
সভ্যতা গড়ে যারা
জীবনের গান গেয়ে যায় তারা
প্রাণের অসীম ধারা।
তুমি আমি তবু শিখছি জীবন
হৃদয়ের গান গেয়ে
রাঙানো সকাল পাতা ফুল পাখি
পথে চলমান হয়ে।
জীবনের গান গাইছে সবাই
বেঁচে থাকা বসবাসে
হাতে হাত রাখা মনের গভীর
তাই এত ভালোবাসে।