গ্রন্থে সবই লেখা আছে দেখো
জীবন চলার পথ
যত বেশি তুমি পড়বে সে সব
পাবে তত মতামত।
সঠিক বেঠিক ভাবনা চিন্তা
আহরণ করে তুমি
নিজের জীবন নিজেই গড়বে
শান্তির বরাভূমি।
সব শিক্ষার একই নির্দেশ
বাঁচতে বাঁচাতে শেখা
সকলের সাথে মিলেমিশে থাকা
স্বর্ণাক্ষরে লেখা।
সকলে সমান ছোটো বড়ো নয়
মানবিক ভাবধারা
এই পৃথিবীর জল মাটি বায়ু
বিবেক আত্মহারা।
গ্রন্থের পাঠ জীবন শিক্ষা
শান্তি সুখের আশা
পারি যেন দিতে সবার জন্য
হৃদয়ের ভালোবাসা।