অলসেরা ঠিক খোঁজে
আরামে ও আয়েশে
কাটাবে এ জীবনটা
যত মিঠা পায়েসে।
সারাদিন শুয়ে বসে
সময়টা কাটিয়ে
শেষে ঠিক নিরাশায়
থাকে একা তাকিয়ে।
পশু পাখি জল বায়ু
কাজ করে নিয়ত
ফুল ফোটে পাতা নড়ে
থাকে না তো বিরত!
কুঁড়ে হয়ে কেন থাকো
ঘুম ঘুম শিকলে?
দিনে রাতে মেহনতে
যাবে না তো বিফলে।
মানুষের ভাবনায়
চিরকাল থাকে সে
কাটায় না সময় যে
আরাম ও আয়েশে।