এখানে এসে কেঁদে ও হেসে
যা কিছু পেলে তুমি
অনেক কিছু নিয়েছে পিছু
জীবন রণ ভূমি।
মানতে হবে এসে এ ভবে
বাঁচার নীতি যত
প্রভুর দান রাখব মান
সবার খুশি মত।
লড়াই করে নিজেকে ধরে
কি আর পাব আমি
বিলিয়ে দিয়ে ওদের নিয়ে
যা পাই সব দামী।
ফুটেছে ফুল এসো বকুল
আমরা গাঁথি মালা
আকাশ নীলে সবাই মিলে
গড়ি ঘরের চালা।
এ জীবনের কত সুখের
করছি যত আশা
পথের ধারে আলোর পারে
শুধুই ভালোবাসা।