গ্রীষ্ম এলে ঝড় তুফানে
আমরা থাকি ভয়ে
মাটির বাড়ি টিনের চালা
যায় যে নষ্ট হয়ে।
ভাঙে গাছের ডালপালা সব
ওড়ে ধূলো বালি
বৃষ্টিতে সব লণ্ডভণ্ড
ভিজতে থাকে খালি।
ঘুর্ণিপাকে পড়ে মানুষ
হারায় অনেক কিছু
দুর্ভোগ যত আশেপাশে
নেয় যে সবার পিছু।
ধ্বংস মত করে দিয়ে
এদিক ওদিক ঘোরে
হঠাৎ হঠাৎ বিক্রম তার
দেখায় আরো জোরে।
ঝড়ের দাপট চলতে থাকে
অতিষ্ঠ হয় বাসা
পরস্পরকে জড়িয়ে তাই
ছড়াও ভালোবাসা।