এসেছে ঝড় লাগছে ভয়
এই বোশেখ মাসে
মাঠের ধারে টিনের চালে
থাকি নদীর পাশে।
উড়ছে চালা ভাঙছে ঘর
গাছের ডাল পালা
আসছে সাথে বৃষ্টি জোরে
ভরছে নদী নালা।
ঘুর্ণিপাকে উড়ছে ধূলো
নষ্ট হবে কত
গাছের ফল মাঠে ফসল
পড়ছে ঝরে যত।
বজ্রপাতে কাঁপছে সব
মানুষ ঘর ছাড়া
ঝড়ের বেগে করুণ মুখে
দেয় জীবন তাড়া।
ফি বছরের কঠিন দিনে
থাকছি কুঁড়ে ঘরে
এ অসহায় অবস্থায়
বাঁচি কেমন করে?