ইচ্ছে ডানায় ভেসে আমি
আকাশ হতে পারি
এইখানে ঠিক দাঁড়াই এসে
জিতি কিংবা হারি।
পড়বে আলো মুখে এসে
কিংবা অন্ধকারে
খুশির উড়ান উড়িয়ে যাই
মনের পারাপারে।
ফুল ফুটিয়ে গাছের ছায়া
পাখির কলতানে
ভ্রমর এসে গুনগুনিয়ে
গাইবে সবার প্রাণে।
ক্ষমতা তার জ্বালবে আলো
অন্যের নানা কাজে
ইচ্ছে মানুষ ইচ্ছে জীবন
হৃদয় খুশির মাঝে।
লোভ লালসা থাকুক দূরে
ইচ্ছে মনের আশা
ডানা মেলে ছড়িয়ে যাক
মোহন ভালোবাসা।