হৃদয় যেন মরুর ভূমি
রুক্ষ মাটি আমি তুমি
তবু কাব্য আসে
ছন্দে সুরে শিশির ঝরে
আকাশে মেঘ বৃষ্টি পড়ে
দূরে সবুজ ঘাসে।
ভালোবাসায় বলছি কত
প্রেমের খুশি ইচ্ছে মত
শুনছে না তো কেউ
বাঁকা পথের আলোর ছায়া
শুকনো পাতা একটু মায়া
তুলছে মেঠো ঢেউ।
মলয় এলো ফাগুন ফিরে
কৃষ্ণচূড়া রঙের ভিড়ে
আবার হলো দেখা
প্রজাপতির ফুল বাগানে
মোহন বাঁশি মিষ্টি গানে
লাগছে না যে একা।
তবু জীবন মরীচিকায়
পেয়েও আশা চোখে হারায়
অনুরাগের মাঝে
হৃদয় দিয়ে হৃদয়ে তাই
স্বপ্ন বুকে তোমাকে পাই
মোহ সকাল সাঁঝে।