স্পর্শ করো বুঝতে পারবে
হৃদয় কোথায় আছে
তোমার থেকে সে কতটা
দূরে নাকি কাছে।
আকাশ বলো মাটি বলো
কিংবা মানুষ জনে
হাতে ধরা অনুভবে
রাখবে সবাই মনে।
ফুল ফুটেছে গান ধরেছে
সূর্য সোনা আলো
ছুঁয়ে আছে সবার জীবন
বুঝতে শেখা ভালো।
যার সাথে যার জড়িয়ে যায়
চলার পথে আশা
অনুভূতির অঙ্গীকারে
সেই তো ভালোবাসা।
বুকের মাঝে জাপটে ধরি
প্রেমের ভাবনা বুকে
যে কটা দিন বাঁচতে শিখি
শান্তি স্বপ্ন সুখে।