হৃদয়পুরে জমবে যখন
প্রেমের অভিমান
দূরে যাওয়া গাইবে তখন
ঘরে ফেরার গান।
কাজের শেষে প্রিয় জনের
দেখতে হাসি মুখ
ঘর যে সবার নিবেদনে
ফেরায় শান্তি সুখ।
দিগন্তে ঐ পাহাড় মেঘে
উড়নচন্ডী বেশ
মন মোহনায় আসে ফিরে
খোঁজে নিজের দেশ।
গোধূলি রঙ পাখির নীড়ে
আছে ফেরার টান
জীবনে তাই সকলেই গায়
ঘরে ফেরার গান।
এই তো জগৎ অতিথি সব
মানুষ জীবন বাস
মন সেতারে ফেরার গানে
ঘরকে ভালোবাস।