আসছে শীত আসবে শীত
ডাকে হেমন্তকাল
শিউলি সাদা নূপুর পায়ে
যায় শরৎকাল।
শিশির ধোয়া ঘাসের আগা
বাতাসে দোল খায়
বনের ধারে আমলকীর
কাঁপন ধরে যায়।
কুয়াশা থাকে পথের বাঁকে
ঝিলে শালুক ফুল
একটা দুটো ঝরায় পাতা
গাছের টোপা কুল।
পাকা ধানের সোনালী শিস
ভরায় সারা মাঠ
খেজুর গাছ ও তালের সারি
পদ্ম দীঘির ঘাট।
নলেন গুড়ে পিঠে পুলির
ছড়িয়ে পড়ে স্বাদ
হেমন্তকাল তাই তো বলি
ঋতুর আশীর্বাদ।