শিশির ভেজা এই হেমন্তে
বইছে হিমেল হাওয়া
কুয়াশাতে ঝাপসা দূরে
উদাস মনের যাওয়া।

ভোরের ঘাসে রোদের ঝিলিক
রামধনু রঙ আঁকা
পথের ধূলো পাতার ফাঁকে
আলো ছায়া বাঁকা।

দরজা খোলা শীতল ছোঁয়া
ঘুম চোখেদের মাসি
লাগায় কাঁপন মরশুমী ফুল
ফুটতে ভালোবাসি।

ধানের ক্ষেতে ছাতার ডাহুক
পাকা ফসল নিয়ে
চুপ শিশিরে ফিরছে দেখো
সরু আলপথ দিয়ে।

আকাশ নীলে সাদা মেঘের
হচ্ছে যাওয়া আসা
পূবের সকাল দিগন্তে তাই
গড়ছে নিজের বাসা।

ঋতুর খেলা হেমন্তকাল
শিশির ধোয়া মাসে
মন কেমনের মিঠা মিঠা
হৃদয় ভালোবাসে।