পাকা ধান শিশিরের
হেমন্ত কালে
শিউলির তালে
ধীরে চলা বাতাসের
দোলা লাগে পালে।
সরু আল পথ জুড়ে
ছোটো ছোটো ঘাসে
রামধনু হাসে
আকাশের পারাপারে
সাদা মেঘ ভাসে।
হিম পড়া উঠোনেতে
রঙ ফুল আঁকে
আলো ছায়া বাঁকে
পুকুরের ঘাটে মাছ
ঘোরে ঝাঁকে ঝাঁকে।
বনপথ ঝরা পাতা
সকালের রবি
হেমন্ত ছবি
বলাকার নীড়ে ফেরা
দেখে আমি কবি।