চাইছি আমি চাইছো তুমি
চলছে কাড়াকাড়ি
অলীক বিষয় লাগছে আঁচড়
হচ্ছে বাড়াবাড়ি।
কার দিকে যাই কোথায় দাঁড়াই
ভাবছে টানাটানি
এই পেয়েছি এই তো পেলাম
মিছেই কানাকানি।
আরো পাবো এবার পাবই
চলছে জোরাজুরি
ঘরের ভেতর ভর্তি ঘরে
বৃথাই জোয়াচ্চুরি।
কি দিন এলো মানুষ মনের
শুধুই লাঠালাঠি
কে কতটা কার পেছনে
দেবে কত কাঠি।
হায় রে জীবন হোক সকলের
শান্তি পরস্পরের
প্রেম অনুরাগ ভালোবাসায়
ঘর যেন হয় সুখের।