ঠিক দুপুরে মায়ের কোলে যেই শুয়েছি আমি
লাগল গায়ে ঠাণ্ডা হাওয়া প্রাণের চেয়ে দামী,
চেয়ে দেখি মায়ের হাতে হাত পাখা এক খানা
নানা রঙের কারুকাজে আদর ষোলো আনা।
ঘেমে নেয়ে শরীরটাতে প্রাণ জুড়িয়ে দিলো
শীতল পরশ আরাম আয়েশ তাই তো ভরসা ছিলো,
কিন্তু জীবন উন্নত আজ হাজার রকম পথে
মনে আছে হাত পাখাটাই ভালোবাসার স্রোতে।
হাত পাখার এই ঠাণ্ডা হাওয়া গরম দিনের আশা
ছোট্টোবেলার সেই সব স্মৃতি আমার ভালোবাসা।