পরলে হাতে হাতঘড়িটা
বাবা মনে পড়ে
সেরার সেরা উপহার তাই
রেখেছি প্রাণ ভরে।
ঠিক সময়ে পরীক্ষাতে
উত্তর লিখতে হলে
হাতঘড়ি খুব দরকারি তাই
বাবা দিলেন বলে।
সময় দেখি ঘড়ির কাঁটায়
যাচ্ছে কেমন ঘুরে
বাবার সময় পেরিয়ে আজ
এলাম অনেক দূরে।
স্মার্ট ঘড়ি সব পরছে সবাই
সময় দেখছে ফোনে
তবু আমার হাতঘড়িটা
আছে হৃদয় কোণে।
বাবার দেওয়া হাতঘড়ি আজ
চলছে যেমন চলে
ভালোবাসায় দেখো কেমন
টিকটিক কথা বলে।