বাধা নিষেধ থাক বা না থাক
কুটিল হলে মনটা
হাসতে মানা মানুষ মুখে
ছটফট করে প্রাণটা।

ব্যঙ্গ করার অছিলাতে
হায় কি উপহাসে
অপ্রস্তুত তার ভূমিকাতে
থাকে কি কেউ পাশে।

উঠছে দেখো অট্টহাসি
মানা মানীর জন্য
আরো একবার হাসো আরো
জীবনটা নয় অন্য।

হাসতে মানা তাই কখনো?
হাসি সবার ভালো
মনের মজা আকাশ আলো
ঘুচবে মনের কালো।

হাসি যদি বাঁশি হয়ে
বাজায় মনোবীনা
আমি তবে মানবতা,
বলো হবো কী না?