কত স্বপ্ন সত্যি হয় না তবু সামনে যেতে
এক পা দু পা চলতে চলতে সব কিছু সব পেতে,
নতুন দিশায় বর্ষ বরণ দিন এলো দিন চাওয়ার
আজকে যে তাই মহাধূমধাম হ্যাপি নিউ ইয়ার।
নিজের শপথ নিজের কাছে চাইছে কত কিছু
নিজের জমি গান পুরাতন নিয়েছে তার পিছু,
আবার ঘুরে দিন গোনা দিন শুরু কিছু পাওয়ার
কাউন্টডাউন আজকে থেকে হ্যাপি নিউ ইয়ার।
পারি নি যা করতে যত করব এবার আশা
দেখতে আকাশ মাটির বুকে গড়ব শান্তি বাসা,
এ বছরে হবোই হবো ইচ্ছের পিঠে সওয়ার,
শুধরে নেওয়া আজকে যে ভাই হ্যাপি নিউ ইয়ার।
পেছন ফিরে সামনে তাকাই মেলবন্ধনে থাকা
যেমন করে দিন ও রাতের সন্ধিক্ষণে আঁকা,
আসছে বছর যাবে বছর কত কিছু হওয়ার
হাত ধরে সব থাকব, আজকে হ্যাপি নিউ ইয়ার।