সকালে যেই উঠল রবি
এই পৃথিবী আঁকল ছবি
দূর দিগন্ত পারে
হাঁসের ছানা দাঁড়ায় এসে
পুকুর ঘাটের ধারে।

প্যাঁক প্যাঁক-প্যাঁক ডাকছে মাকে
হিমেল হাওয়া বইতে থাকে
রৌদ্র পড়া ঘাসে
খাচ্ছে খুঁটে মোরগ একা
দেখছে আশেপাশে।

এমন সময় খুকু এসে
পদ্ম শালুক শিউলি হেসে
ছড়ায় আলোর মেলা
গরু ছাগল হাঁস মোরগে
করছে কত খেলা।

খুকুর বাড়ি উঠোন জুড়ে
সবুজ পাতার মিঠাই সুরে
সকাল হলো দেখো
গাছের ফাঁকে ছায়ায় ঘেরা
গ্রামটি মনে রেখো।