ছোটো পুকুর পাশে জমি
রাস্তা গেছে বেঁকে
তালের সারি গাছপালা সব
রাখছে বাড়ি ঢেকে।

ঝিঙে সিম আর পুঁই চিচিঙ্গার
আছে অনেক মাচা
ফসল ফলায় সব্জি মাঠে
আব্দুল করিম চাচা।

গরু ছাগল চরছে মাঠে
মোরগ খাচ্ছে খুঁটে
কোথাও কোথাও দেওয়া আছে
দেওয়াল জুড়ে ঘুঁটে।

কলমীলতা বাঁশের ঝাড়ের
পাশে খড়ের আঁটি
উঠোনে এক ছোট্ট শিশু
খেলছে খেলনা বাটি।

সর্ষে ক্ষেত আর সব্জি বাগান
আছে আশেপাশে
এসব দেখতে চলে এসো
গ্রামকে ভালোবেসে।