আছে তালের সারি
ছোটো ছোটো বাড়ি
আলপথ গেছে এঁকে বেঁকে
গ্রামের রাস্তা ছাড়ি।
পাকা ফসল মাঠে
চাষীরা ধান কাটে
আনাজপাতি মাথায় করে
যাচ্ছে মানুষ হাটে।
শিশির ধোয়া ঘাসে
রোদ পড়ে ঐ হাসে
হাঁসগুলো সব দলে দলে
পুকুর ঘাটে আসে।
পাখিরা সব ডাকে
নানা গাছের ফাঁকে
আনন্দে এ গ্রামের মানুষ
মিলেমিশে থাকে।