সবুজ সবুজ পাতার মাঝে
সাদা গন্ধরাজ
বাগান জুড়ে পাঁপড়ি বাহার
দেখায় মোহন সাজ।
রোদের সাথে উঠছে ফুটে
দেখছে আকাশ নীল
থরে থরে সাদার দলে
রূপ সোহাগী মিল।
হিম বাতাসে দুলছে মাথা
রঙের সেরা রঙ
মাতাল মনে ও গন্ধরাজ
দেখাও কত ঢঙ।
বাগানে বা টবে এমন
ফোটে গন্ধরাজ
সাদা ফুলে প্রকৃতি যে
পরে এমন সাজ।