ঘুষের টাকা নিলো যখন
ধরল হাতেনাতে
তাও মোহন, বাবুর মত
ঘুরছে দিনে রাতে।
সবাই জানে আবার ঘুষে
পেয়েই যাবে ছাড়া
মোটা টাকার লোভে ও ভাই
ঘোরে দুনিয়া সারা।
ফাঁদ পাতে যে সেই আবার
ফাঁদ যে রাখে কেটে
তবু মোহন কান্দে, তবে
যাচ্ছে সোজা হেঁটে।
তার মাঝেও দু একজনে
আছে যে সৎ হয়ে
তাই তো দেখো এ পৃথিবীর
জীবন চলে বয়ে।
এমন কত মোহন আছে
সৎ মানুষে দেখে
ঘুষ চক্র ভাঙবে তারা
নিজের মান রেখে।