সকল কাজে যদি লাগে
ঘুষের মোটা টাকা
চারিদিকে দালাল রাখা
করতে পকেট ফাঁকা।
জন্ম থেকে মৃত্যুতে ভাই
বাঁচার নানা কাজে
পড়াশুনা চাকরি বাকরী
দাঁড়ায় ঘুষের সাজে।
থানা পুলিশ কোর্ট কাচারী
ঘুষের হাসি মুখে
চট করে কাজ হাসিল করে
থাকে বড্ড সুখে।
ঘুষের আমি ঘুষের তুমি
দেওয়া নেওয়া চলে
ন্যাহ্য ন্যায়ের তল্পিতল্পা
চুপচাপ কথা বলে।
কিন্তু জীবন সহজ তো নয়
দুর্ভোগ কর্মনাশা
ঘুষ দেয় যারা ঘুষ নেয় যারা
পায় না ভালোবাসা।