শীতের দিনে পূব আকাশে
উঠছে সকাল রবি
লাগছে ভালো জানলা ধারে
দেখছি তারই ছবি।
সবুজ পাতা রঙিন ফুলে
বইছে বাতাস ধীরে
শিশির ঘাসে রামধনু রঙ
আসছে আবার ফিরে।
ধানের ক্ষেতের ঢেউ খেলা ঢেউ
দূরে ঝিলের জলে
বলাকারা সাদা মেঘে
উড়ছে দলে দলে।
ফ্ল্যাট বাড়ির ফাঁকে আলো
পড়ছে চারিদিকে
কুয়াশাতে বকুল টগর
দেখছি না আর ফিকে।
ঘুম ভেঙে যায় পাখির ডাকে
সবাই যাচ্ছে কাজে
আমার খাতার পৃষ্ঠাগুলো
রঙিন হয়ে সাজে।