শিশির ঘাসে পড়লে এসে
সকালবেলার রবি
রামধনু রঙ মুক্তো যেন
পটে আঁকা ছবি।
ধানের খেতে আলপথ ধরে
একটু দূরের বাঁকে
শিশির বিন্দু পাতার আগায়
রোদ আল্পনা আঁকে।
তালগাছ সারি ঝিলের জলে
চুপ কথা ঢেউ এলে
আকাশ নীলে কিরণ মালা
শূন্যে ডানা মেলে।
ঘাসের ফুলে ছোট্টো ফড়িং
পরাগ রেণু মেখে
শিশির দোলা রোদের ছোঁয়া
যায় বাগানে রেখে।
গাঁয়ের পথে সবুজ মাঠে
দেখে এমন ছবি
আমার মতো আরো অনেক
হয়েছে আজ কবি।