কাজের সূত্রে শহরে থাকি
আমি কিন্তু গাঁয়ের ছেলে
ইট পাথরের খাঁচায় থাকি
গাছ পাখি আর দীঘি ফেলে।
সরু আলপথ তালের সারি
পাশে সবুজ ধানের জমি
ঢেউ খেলে যায় সকাল সূর্য
আমি ছিলাম তাদের অমি।
শিশির ঘাসে পা ডুবিয়ে
ছায়া ছায়া বাঁশের বনে
আমার সবাই জড় হতাম
নিজের খুশি আপন মনে।
বকবক করে কথা বলি
যা শুনি তা বলেই ফেলি
সাজতে মেকি রঙ করা ফুল
উড়ছি না আর ডানা মেলি।