হলুদ লালের রঙ বাহারে
ফোটে গাঁদা ফুল
শীত খুকি আজ সাজছে দেখো
যেন কানের দুল।
সকালবেলায় শিশির মেখে
খিলখিলিয়ে খুব
বাতাস পেয়ে হাসছে দেখো
দিয়ে রঙের ডুব।
কুয়াশাতেও বাগান জুড়ে
দেখে পাঁপড়ির রঙ
হাল্কা রোদে শীত খুকি যে
করে নানা ঢঙ।
শীতের ঋতুর ফুল বাহারে
ফোটে টিউলিপ
কপাল জুড়ে পরছে দেখো
গাঁদা ফুলের টিপ।
কমলা হলুদ রঙ সাজিয়ে
তাকায় সে আশপাশ
নিজের মত সাজায় সাজে
সবাই ভালোবাস।