হলুদ লালের রঙ বাহারে
ফুটছে গাঁদা ফুল
শীতের বুড়ি সাজছে দেখো
যেন কানের দুল।
সকালবেলা শিশির মেখে
খিলখিলিয়ে হাসে
কাঁপন ধরা বাতাস পেয়ে
তাকায় আশেপাশে।
গাঁদার কত রঙের সাথে
শীতের যত আশা
নিজের মত সাজায় সাজে
করছে ভালোবাসা।
কুয়াশাতেও বাগান জুড়ে
পাঁপড়ি মেলে ধরে
হাল্কা রোদে শীত দুপুরে
থাকে চুপটি করে।