গাছ কেটে চারিদিকে মরুভূমি গড়ে
ও মানুষ, তোমরা কি যেতে চাও মরে?
সবুজের সমারোহে এ জীবন বাঁচে
গাছেদের সাথে সব জড়িয়ে যে আছে।

বর্ষাতে বৃষ্টি তো শীতে তাপ পেলে
শরতের মনোরম জলবায়ু মেলে,
এসব তো আমাদের গাছ দিতে থাকে
তাকে কেটে নিজেদের ফেল কেন ফাঁকে?

হয় না লাগাতে গাছ যদি না তা কাটো
পরিবেশ শেষ করে কি ফন্দি আঁটো?
এবার তো সচেতন হতে তুমি শেখো
গাছ আমাদের প্রাণ এটা মনে রেখো।