আমাকে আর কাটিস না রে
গাছ কেঁদে কয় হেসে
জ্বলে পুড়ে ধ্বংস হবি
উষ্ণায়নে ফেঁসে।

খুব গরমে জল পাবি না
হবে না মেঘ বৃষ্টি
ঝড় তাণ্ডবে আর সুনামি
আনবে অনাসৃষ্টি।

ভূমিকম্প মহামারী
আসবে তখন ধেয়ে
পরিত্রাণের পথ পাবি না
দেখতে হবে চেয়ে।

আমাকে কি রক্ষা করবি
আমি তোদের করি
আদিম থেকে আধুনিক এই
সভ্যতাকে গড়ি।

আমাকে রাখ বাঁচিয়ে তুই
ওহে মানুষ যত
সবুজ গাছের জন্য প্রাণী
বাঁচে ইচ্ছে মত।