শিউলি তলায় ফুলের মেলা বসায় শরৎ কাল
উঠোন জুড়ে শিশির ভেজা বাতাস দিচ্ছে তাল।
দূরে সাদা কাশের রাশি ফোটায় ঝিলের ধার
নীল আকাশে মেঘের ভেলা করছে পারাপার।
পদ্ম শালুক নানান রঙে শোভা বাড়ায় খুব
সরু আলে ধানের জমি সবুজে দেয় ডুব।
শেফালি ও টগর ছাতিম ফোটে চারিদিক
হিমের পরশ কাঁপছে পাতা ভোরের দিকে ঠিক।
শরৎ কালের রূপ অপরূপ কামিনী ঘাস ফুল
ঋতু রাণীর বাহারী সাজ যেন কানের দুল।
কিশলয়ের লাগছে দোলা কাঁপছে সবুজ বন
শরৎ আবার দুর্গা পূজার করছে আয়োজন।