বাগান জুড়ে রঙিন ফুল
ভ্রমর ভালো বাসে
দু এক দানা খাবার পেলে
পাখিও ঠিক আসে।

বাড়ির ছাদে উঠোন জুড়ে
ফলের কিছু গাছ
লাগাও পাবে মিঠা কূজন
করবে পাখি নাচ।

বাইরে ঘরে আয়োজনের
এমন পরিবেশে
ফিঙে শালিক ময়না টিয়া
বসবে পাশে এসে।

থাকবে মন সরেস তাজা
ফুল রঙিনে মেতে
মন মোহনে মিঠি বাতাস
পাবে আসতে যেতে।

বাগানে ফুল পাখির ডাক,
তুমি নিজের সুখ
চাইলে পাবে চষলে জমি
উঠবে ভরে বুক।