বাগান ভরা ফুলের কাছে
একটু গিয়ে বসি
মৌমাছি সব গুনগুনিয়ে
করছে গড়িমসি।
গাছের ডালে বসছে পাখি
তারই আশেপাশে
সবুজ পাতা দেখছি আমি
খিলখিলিয়ে হাসে।
ঘাসের ছোঁয়া শিশির মাখা
পাঁপড়ি রঙা ফুলে
সবুজ সবুজ রঙ বাহারে
নিজেকে যাই ভুলে।
ফুল কথা কয় পাখি ডাকে
আমার হৃদয় জুড়ে
চারিদিকে রূপ অপরূপ
শোভা থাকে মুড়ে।
পৃথিবীতে এমনই হয়
ছোট্ট কুটির বাসা
ফুলের কাছে পাখির কাছে
পাই যে ভালোবাসা।