ফুটপাথে যে শিশুরা
থাকে অনাহারে
তারাও তো একদিন
বড় হতে পারে।

অবহেলা অনাদর
দেখে নিজ চোখে
খাবারের কাড়াকাড়ি
করে শুধু লোকে।

কষ্টের সাথে এরা
রাত দিন বাঁচে
যতটুকু পায় তাতে
খুশি হয়ে নাচে।

অসহায় শিশুদের
বলো কে বা বোঝে
ফুটপাথে থাকে যারা
তাদের কে খোঁজে?

রোদ জল ঝড় শীতে
পৃথিবীকে দেখে
ভালোবাসা পেলে ঠিক
জীবনকে লেখে।