ফুটবল ফুটবল
সারা বিশ্বে কত দল
বিশ্বকাপে কেউ কম নয়
ব্রাজিল ও আর্জেন্টিনা
কত ইনা মিনা টিনা
খেলার বিবাদে লিপ্ত হয়।
টিভি দেখে রাত জাগে
মেসিদের শর্ট লাগে
গোলপোস্টে কিংবা কোনো বারে
আলোচনা তাই নিয়ে
টিভি দেখে মন দিয়ে
নেইমার জোরে কিক মারে।
কে কতটা খেলা জানি
কোন দল প্রিয় মানি
এসব নিয়ে বিতর্ক করে
পায়ে পায়ে কত যাদু
বাচ্চা বড় আর দাদু
ফুটবল দেখে প্রাণ ভরে।
টাঙিয়ে পতাকা তার
ফেভারিট দল যার
নাচানাচি খেলা নিয়ে চলে
পৃথিবীটা মনে হয়
এক দেশ পরিচয়
নিক কাপ কোনো এক দলে।