নানা রঙের প্রজাপতি
বাগান জুড়ে ওড়ে
তারই পাশে ভিমরুল এসে
হুল ফোটাতে ঘোরে।

ফুল রঙিনে রোদের খেলা
দেখছে ক'জন খুকি
মিঠা বাতাস পাপড়ি দোলায়
দিচ্ছে তখন উঁকি।

প্রজাপতি আর ভিমরুলের
এমন চলা ফেরা
ফুল খুকিদের খুশির মাঝে
একটু দুঃখ ঘেরা।