আমি ফেরি করে ফিরি
গ্রাম শহরের বুকে
সব জিনিসের সম্ভার নিয়ে
মানুষ থাকবে সুখে।
কে নেবে গো থালা বাসন
স্টিলের হাঁড়ি কুড়ি
পুতুল খেলনা পাপোশ আছে
নানা রকম ঝুড়ি।
বল এনেছি বেলুন আছে
কড়াই খুন্তি হাতা
সস্তা পাবেন বাড়ির সামনে
চুড়ি এবং ছাতা।
ঘর সাজানো টুকিটাকি
সবই পাবেন সাথে
হরেক মালে হরেক দামে
দিই যে হাতে হাতে।
কে নেবে গো ফেরি জিনিস
আসছি তোমার বাড়ি
চুলের ফিতে আয়না নিতে
এসো তাড়াতাড়ি।