নিয়মের বেড়াজালে থাকো যদি তুমি
অধিকারে পাবে ঠিক জীবনের ভূমি,
শাসন না যদি থাকে দেশ অধমান
মানুষের মান হুঁস পশুর সমান।
নিষেধ এড়িয়ে যদি করো বাড়াবাড়ি
পতনের অভিমুখে যাবে তাড়াতাড়ি,
মোহ মর্জি আনবে কি জীবনের ভালো?
সুন্দরের আরাধনা মুছে দেবে কালো।
ফুল ফোটে পাখি গায় নদী বয়ে চলে
দিন রাত সুর তাল কত কথা বলে,
আকাশের তারাদের মন ঝুরো মাটি
মানবতা বুকে থাক হৃদয়ের খাঁটি।
নিজের সম্মুখে নিজে বুকে যার বল
দেশ দশ সম্মানের করে না সে ছল,
এ জীবনে গড়ে তোলা মানুষের আশা
নিষেধের বেড়াজালে দাও ভালোবাসা।