ভোরের শিশির ঘাসে শীতকাল শেষে
ফাগুন পাঠালো বার্তা মন ভালোবেসে,
মলয় আসছে ধীরে মিঠে রোদ হাসে
কিশলয় মুখ তুলে তাকিয়ে আকাশে।
বনে বনে কোকিলের কুহু কলতানে
ফুল ফোটা দিন এলো ফাগুনের টানে,
বলা না বলা কথার কথোপকথন
মুখোমুখি চোখে চোখ হবে যত মন।
আকাশের সীমানায় দিগন্তের রেখা
কচি পাতা ঘাস ফুল পায় তার দেখা,
প্রজাপতি মৌমাছির রেণু মাখা গায়ে
কাঁপছে সবুজ বন হৃদয়ের ছায়ে।
ফাগুন আগুন লাগে শিমূলে পলাশে
মন খুশি রাঙা আলো থাকে আশেপাশে,
ঝরা পাতা ধান ক্ষেত আল পথে চলে
উদাস ফাগুন দেখো কত কথা বলে।