কোকিল ডাকে কুহু কুহু
বইছে মলয় ধীরে
ফাগুনের দিন সব হৃদয়ে
আসে প্রেমের তীরে।
পলাশ লালে রাঙে যে মন
গল্প শিমুল তলে
কৃষ্ণচূড়া রাধাচূড়া
পাশাপাশি চলে।
কুঞ্জবনে উদাস দুপুর
কিশলয়ের ফাঁকে
মনের ফুলে দাঁড়ায় সাথি
ওই দেখো ওই ডাকে।
মন মোহনায় মিশেছে আজ
ফাগুন দিনের আশা
রাধার চোখে কৃষ্ণ বলে
প্রেম ও ভালোবাসা।