প্রথম প্রেমের গভীর স্পর্শ শরীর বোঝে মনে
প্রজাপতি ফুল রেণু ফুল রাখে হৃদয় কোণে।
অনুরাগের রামধনুতে শরীর কাঁপছে একা
এপার ওপার জীবন সাঁকো তাই তো আবার দেখা।
পদ্ম পাপড়ি ফুটে আছে ভাবনা রঙিন বুকে
সবুজ রাঙা পথ চলেছে আলোর স্বপ্ন সুখে।
ভালোবাসার মন মোহনা টেউ পারাপার করে
প্রথম, সে তো দিন গোনা দিন শিশির হয়ে ঝরে।
কেমন যেন শিহরণে ভালো লাগায় থাকা
ভাবনা যত গল্প মধুর প্রেমের স্পর্শ আঁকা।
কতদিনের জন্ম রেখায় প্রেমের স্পর্শ খানি
হৃদয় যেন পথ চলা পথ সবটুকু মন মানি।
ফুল ফোটা ক্ষণ মানিক রতন মৌমাছিদের আমি
উদাসী মন ঠাঁই পেল ঠাঁই যা কিছু সব দামী।
ইশারা তার হাত ধরে হাত খুশির ইচ্ছে বেলা
কখন যেন পেরিয়ে যায় হাবুডুবু খেলা।
বিশ্বাসে তার যে কটা দিন ফাগুন আগুন ফুলে
কোকিল কুহু মলয় বাতাস যায় কখনো ভুলে?
চোখের ভাষা মুখের হাসি বলছে ঠোঁটের কোণে
প্রথম প্রেমের স্পর্শ চিহ্ন শরীর বইছে মনে।