বুকের ভেতর আগুন জ্বলে
পলাশ বনের মত
সব সখি আজ ধরছে ঘিরে
ইচ্ছে জীবন যত।
শিমুল তলে একটু বসি
কৃষ্ণচূড়া হাসে
রাধাচূড়ার বিরহ তাই
উদাস হয়ে আসে।
বোঝে না কেউ মলয় কেন
এত ঘোরে ফেরে
মন গভীরের হা হুতাশে
যায় ওরা সব হেরে।
আগলে আছে মোহন বাঁশি
বৃথা সুখে ভেসে
ঘোর লেগেছে এই দেহ তার
লাল মাটির এই দেশে।
চুপ থেকেছে মন ভুলেছে
বসন্তে আজ আসা
ধুলিকণায় রেখে গেলাম
পূর্ণ ভালোবাসা।