ভেঙে গেছে ভুল হৃদয় আকুল
পথ রেখে গেছে বাকি
পেছনে তাকাই দেখতে না পাই
সবটুকু আজ ফাঁকি,
জমা করা যত অনুরাগ মত
আসলে নিজের দেখা
শেষ হলে দিন থাকে কত ঋণ
তুমি হয়ে যাও একা।
যাতায়াত পথে লোক মতামতে
যেটুকু বেড়েছে ব্যথা
চেয়ে দেখি দূরে বাঁশি ভাঙা সুরে
গেয়ে যায় চুপ কথা।
পাখি গেছে উড়ে সীমানা পেরিয়ে
ফেলে জীবনের বাণী
সুখ পারাপার মোহন আঁধার
করে যায় মন মানি।
এসো এসো তুমি এ যে রণভূমি
লড়াই বাঁচার আশা
দাও খুশি দাও মোহ যত পাও
বুক ভরা ভালোবাসা।