এসেছে শরৎ আকাশে ভেসেছে
ধবল মেঘের ভেলা
সকাল বাতাসে লেগেছে হিমের
শিউলি ঝরার খেলা।
পদ্ম শালুক পাঁপড়ি মেলেছে
তাল পুকুরের পাড়ে
কাশের ফুলের লেগেছে হাওয়া
ঝিলের জলের ধারে।
বাঁকা আল পথে বিন্দু বিন্দু
শিশির ধরেছে ঘাসে
কামিনী মালতী মাধবীলতায়
প্রজাপতি যায় আসে।
ধানের ক্ষেতে হাওয়ার দোলা
সবুজের ঢেউ খেলে
দূর দিগন্তে দলে দলে বক
উড়ে যায় ডানা মেলে।
শরৎ এসেছে প্রকৃতি সেজেছে
রঙিন ফুলের সাজে
রাঙা মাটি পথ মানুষ চলেছে
উৎসব ভরা কাজে।