টাট্টুঘোড়ার চড়ব পিঠে রাজকুমারের বেশে
টগবগিয়ে চলে যাবো ফুল পরীদের দেশে।

ফুল বাগানে মৌমাছিদের করব সাথে খেলা
আকাশ নীলে তুলো পেঁজা বসবে মেঘের মেলা।

গল্প বলা হাসি খুশি থাকবে আমার পাশে
তাই রে নাই রে কত মজা মিষ্টি রোদে ভাসে।

তেপান্তরের মাঠ পেরিয়ে ফুলপরীদের সাথে
আমার মনের ইচ্ছে যত আপন হয়ে মাতে।

ভাবছে খোকন এমন যদি হতো সবই ভালো
মায়ের কোলে তাই ছড়ানো শিশুবেলার আলো।