একটা বছর ঘুরে চলে যায়
সবার বয়স শুধু বেড়ে যায়,
নতুন কিছু ভাবছে না আর কেউ
বইছে শুধু গড্ডালিকার ঢেউ।

নতুন এলো নতুন দিশা নাই
একই রকম বদ্ধ আলোর ঠাঁই,
বেঁচে থাকার নিয়ম পালন থাক
এই ভেবে সব ধরছে পথের বাঁক।

একটা বছর সময় হিসেব পণ
নতুন ভাবনায় নাই যে কারো মন,
যেমন তেমন কাটিয়ে এই সাল
দিন গুজরাণ করার ভীষণ তাল।

হুল্লোড়ে সব থাকছে ব্যস্ত তাই
এই পৃথিবীর যত্ন ভুলে যাই,
আমার পরেও সময় চলবে ঠিক
একটা বছর বয়সের এক দিক?

বছর যাওয়া বছর আসার পথ
চলুন জীবন দাও হে মতামত,
সময় গুনে দিনে দিনে মাস
নতুন কিছু হোক ভাবনার চাষ।