পথের দিশায় অনন্ত যুগ এক লহমায় আঁকা
সময় রে তুই, একটু দাঁড়া যাস না আঁকাবাঁকা,
কত দিনের ফল সাধনায় গাছের ফাঁকে দেখা
সেই তো বিকেল গোধূলি রঙ থাকব আমি একা।
পুকুর ঘাটে আসবে ও যে পড়বে লাজুক ছায়া
বুকের ভেতর মোহন বাঁশি হাসছে মোহ মায়া,
নদীর জলে ঢেউ সকালে পড়ে হলুদ পাতা
কি যেন কি গোপন কথা লিখছে হৃদয় খাতা।
আঁচলখানি ভিজছে জলে মন পৃথিবীর সুখে
একটু আসা একটু যাওয়া কেউ রাখে নি বুকে,
তবু পায়ের চিহ্ন আঁকা নীড়ে ফেরা মাটি
দুঃখ ব্যথার সখি এসে পেতেছে তার ঘাঁটি।
মানুষ মনের দৃষ্টি সুখে চোখ ভরে যায় জলে
পাশে বসে কথার বৃষ্টি আল পথ ধরে চলে,
শিশিরে তার প্রাণ ভিজে যায় আর বেশি নয় দূরে
একসাথে আজ চলব আমরা ভালোবাসার সুরে।