দাও এক মুঠো অন্ন মুখে
দেখবে অপার হাসি
শান্তি ও সুখ কড়া নাড়ে
বলে ফিরে আসি।

কত জীবন চেয়ে থাকে
পেটে খিদে রেখে
কষ্ট করেও শূন্য হাঁড়ি
আগুন হয়ে দেখে।

খাওয়ার যোগাড় কর্ম কঠিন
মুখে তুলতে অন্ন
যদি পারো দাও তুলে দাও
যে কেউ দুঃস্থ, অন্য।

এ সংসারে ঐ এক মুঠো
অন্নের কাড়াকাড়ি
ক্ষমতার বল জমা রাশি
করছে বাড়াবাড়ি।

কেউ পায় না কারো আয়েশ
ঘোটালায় মুখ ঢাকা
হাজার সুখের ইন্ধনে দিন
রাতের স্বপ্ন আঁকা।

অন্ন সে তো মুঠো ভর্তি
পেলেই করি আশা
এই পৃথিবী তোমার আমার
ছড়াব ভালোবাসা।