এক কাপ চায়ে সব অবসাদ
দূর হয়ে যায় তাই
সকালে বিকালে আমরা সকলে
কাজে উদ্যম পাই।

চুমুকে চুমুকে গল্প আড্ডা
কিংবা পেপার পড়া
হাসি ঠাট্টায় জমে ওঠে বেশ
চায়ে যদি হয় কড়া।

হোক বিস্কুট অথবা নিমকি
সাথে পেলে ভালো লাগে
জমিয়ে আমরা বসে পড়ি সব
সকলের আগে ভাগে।

স্বাদে গন্ধে অতি সুন্দর
আপ্যায়নের জন্য
মুখোমুখি বসে এক কাপ চায়ে
আমরা সবাই ধন্য।